এবার ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে রাশিয়ার অভ্যন্তরে একটি রুশ গ্রামে হামলার অভিযোগ উঠল।
রাশিয়ার বেলগোরোড নগরীর ইউক্রেন সীমান্তবর্তী ওই গ্রামে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। এতে একজন পর্যন্ত স্থানীয় একজন বাসিন্দা আহত হওয়ার অভিযোগ করেছে রাশিয়া।
বেলগোরোডের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ মেসেজিং অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে এই দাবি করেন বলে মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘তাস’ জানায়।
ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ রুশ ওই সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
তবে এই হামলায় কামান, মর্টার, ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে নাকি এটি বিমান হামলার ঘটনা ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এছাড়া ‘দ্য গার্ডিয়ান’ এই দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। সূত্র: দ্য গার্ডিয়ান
বিডি প্রতিদিন/কালাম