আবারও ইউক্রেনকে সামরিক সহায়তায় এগিয়ে এল জাপান। ইউক্রেনে রুশ সামরিক বাহিনীর রাসায়নিক অস্ত্র ব্যবহারের ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেই দেশটিতে এবার গ্যাস মাস্ক, হ্যাজমাট স্যুট ও ড্রোন পাঠাচ্ছে জাপান।
জাপানের প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশি বলেছেন, ইউক্রেন সরকারের অনুরোধে জাপান রাসায়নিক-বিরোধী এসব যুদ্ধ সরঞ্জাম পাঠাচ্ছে।
আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।
এর আগে গত মাসে ইউক্রেনকে বুলেটপ্রুফ ভেস্ট, হেলমেট এবং অন্যান্য অপ্রাণঘাতী অস্ত্র সরঞ্জাম সরবরাহ করেছে জাপান। সংঘাতে জড়িত দেশগুলোতে অস্ত্র রফতানির উপর টোকিওর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ব্যতিক্রমী এই সিদ্ধান্ত নেয় জাপান। অবশ্য, অস্ত্রের এই চালান সরবরাহের পর জাপানে বিতর্কের সৃষ্টি হয়েছে। কেননা, জাপানের শান্তিবাদী সংবিধান যেকোনও যুদ্ধ পরিত্যাগের পক্ষে কথা বলে। সূত্র: আল-জাজিরা
বিডি প্রতিদিন/কালাম