ইউক্রেনের পূর্ব অঞ্চল দোনবাসে রাশিয়ার সঙ্গে যুদ্ধই হবে প্রধান যুদ্ধ। ইউক্রেনের আইনপ্রণেতা কিরা রুডিক সিএনএনের সঙ্গে সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন।
এর আগে সোমবার এক ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, রাশিয়া দোনবাস অঞ্চলে আক্রমণ শুরু করেছে। ওই অঞ্চলে রুশ সেনাদের বিরুদ্ধে ইউক্রেনের সেনারা যুদ্ধ করবে।
ইউক্রেনের গোলোস পার্টির সংসদ সদস্য কিরা রুডিক বলেন, দোনবাসে যুদ্ধের ফলাফলই নির্ধারণ করবে মারিউপোল, লেভিভ এবং কিয়েভের ভাগ্যে কী ঘটবে।
এ কারণে ইউক্রেনের আন্তর্জাতিক সমর্থন প্রয়োজন উল্লেখ করে রুডিক বলেন, তাদের বিরুদ্ধে দাঁড়াতে এবং বিজয়ী হতে আমাদের সমর্থন প্রয়োজন। প্রেসিডেন্ট জেলেনস্কির মতো তিনিও অস্ত্র দিয়ে ইউক্রেনকে সহযোগিতার আহ্বান জানান।
বিডিপ্রতিদিন/কবিরুল