ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ শিশুসহ মোট ৮ জন নিহত হয়েছেন। আজ সোমবার ভোর পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ৮০টি ঘর পুড়ে গেছে।
যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি দেশটির স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, দেশটির রাজধানী ম্যানিলার কেইজন সিটিতে ফিলিপিন্স বিশ্ববিদ্যালয়ের বিস্তীর্ণ ক্যাম্পাসের ভেতরে জনাকীর্ণ এলাকার একটি বাড়ির তিনতলা থেকে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেগ বিচায়দা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় দুই ঘণ্টা লেগে যায়। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে অনেকে তাদের বাড়ি থেকে বের হওয়ারও সুযোগ পাননি। আগুনে ছয় শিশুর মৃত্যুর বিষয়টি জানালেও তাদের বয়স সম্পর্কে কিছু জানাননি এই কর্মকর্তা।
এই কর্মকর্তা আরও বলেন, ঘরগুলো হালকা উপাদানে তৈরি। আগুন লাগার পর লোকজন দিশেহারা হয়ে পড়ে। ফায়ার সার্ভিস স্টেশন কাছে হওয়ার পরও তারা তাৎক্ষণিক ফোন দিতে পারেনি। বিশ্বের ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি ফিলিপাইন।
বিডি প্রতিদিন/আবু জাফর