ইউক্রেনে চলমান রুশ অভিযানে ২২০ শিশু মারা গেছে বলে জানিয়েছে দেশটির প্রসিকিউটর জেনারেলের অফিসের প্রেস সার্ভিস। এছাড়াও আহত হয়েছে ৪০৬ জন শিশু।
মঙ্গলবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিসের প্রেস সার্ভিস জানিয়েছে, ইউক্রেনের যুদ্ধে প্রায় ২২০ শিশু মারা গেছে এবং ৪০৬ জন আহত হয়েছে। সবচেয়ে বেশি শিশু আহত হয়েছে দেশটির ডোনেটস্ক অঞ্চলে (১৩৯)। এছাড়াও কিয়েভ (১১৫), খারকিভ (৯৫), চেরনিহিভ (৬৮) এবং খেরসনে (৪৫) জন আহত হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু করে। এ সময় বাধ্য হয়ে দেশ ছেড়েছেন ৫৫ লাখেরও বেশি ইউক্রেনীয়।
সূত্র: আল-জাজিরা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন