ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাতের আগেই বড় ধাক্কা খেল নয়াদিল্লি। ভারতীয় নৌবাহিনীর সাবমেরিন পি-৭৫ প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছে ফরাসি সংস্থা নেভাল গ্রুপ।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভারতের চাহিদা অনুযায়ী প্রযুক্তি নেই তাদের হাতে। তাই এই প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছে তারা। যদিও এই চুক্তি ভেস্তে যাওয়ার পিছনে অন্য কারণ দেখছে বিশেষজ্ঞ মহল।
দুই ভারতীয় সংস্থার সঙ্গে জোট বেঁধে নৌবাহিনীর জন্য ৬টি সাবমেরিন তৈরির করার কথা ছিল নেভাল গ্রুপের। ৪৩ হাজার কোটি রূপি ব্যয়ে তৈরি হতে চলা ছয় সাবমেরিনে এয়ার ইনডিপেনডেন্ট প্রপালশন রাখার কথা। যাতে অতিরিক্ত সময় পানিতে ডুবে থাকতে পারে সাবমেরিনটি। একইসঙ্গে দ্রুত গতিতে চলাফেরাও করতে পারে। কিন্তু নেভাল গ্রুপ জানিয়েছে, ভারতের এই চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি তাদের কাছে নেই।
আজ বুধবার ফরাসি প্রেসিডেন্ট ম্যাঁক্রোর সঙ্গে দেখা করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে ভারতীয় চুক্তি থেকে ফরাসি সংস্থার সরে দাঁড়ার বিষয়টি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
কারণ, ফ্রান্স রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ঘোরবিরোধী। বারবার যুদ্ধ থামানোর দাবি জানিয়েছেন। রাশিয়ার বিরুদ্ধে কড়া ব্যবস্থাও নিয়েছে। কিন্তু সেই পথ মাড়ায়নি ভারত। উল্টো যুদ্ধের আবহে রাশিয়ার সঙ্গে লেনদেন বাড়িয়েছে নয়াদিল্লি। এমন পরিস্থিতিতে ভারতীয় প্রকল্প থেকে নেভাল গ্রুপের সরে দাঁড়ানো কি ভারতের উদ্দেশ্যে ফ্রান্সের কোনো বার্তা, তা জানতে উদগ্রীব বিশেষজ্ঞ মহল।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন