তেল আবিবের কাছে ইলাদ শহরে ছুরিকাঘাতে কমপক্ষে তিনজন নিহত এবং চারজন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। ইসরায়েলে স্বাধীনতা দিবস উদযাপনের দিন গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে, দু’জন ফিলিস্তিনি এই হামলা চালিয়েছে। তারা আক্রমণ করার পর গাড়িতে চেপে পালিয়ে যায়। পুলিশ ওই এলাকার সব রাস্তা বন্ধ করে দিয়ে তাদের খুঁজে বের করার চেষ্টা করছে।
এ ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বৃহস্পতিবার গভীর রাতে ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর বলেছেন, আমরা সন্ত্রাসীদের এবং তাদের সহায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নিব, এর মূল্য দিতে হবে।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলে একের পর এক সহিংস ঘটনা ঘটছে। মানুষ মারা যাচ্ছেন। সর্বশেষ গতকাল ইসরায়েল স্বাধীনতা দিবসের জাতীয় ছুটির দিনে এ ঘটনা ঘটলো গোঁড়া ইহুদি অধ্যুষিত ইলাদ শহরে।
সূত্র : বিবিসি ও জেরুজালেম পোস্ট।
বিডি-প্রতিদিন/শফিক