রাশিয়ার সশস্ত্রবাহিনীর ঊর্ধ্বতন নেতৃবৃন্দের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন ব্রিটিশ প্রতিরক্ষমন্ত্রী বেন ওয়ালেস। তিনি বলেছেন, রুশ সেনাবাহিনীর নেতৃবৃন্দ নীতিহীনতা এবং দুর্নীনিতে অভিযুক্ত।
চেলসির জাতীয় আর্মি জাদুঘরে এক বক্তব্যে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, প্রকৃত অর্থে পুতিন চান রাশিয়ার জনগণ এবং বিশ্ব তাদের চলমান সামরিক প্রদর্শনকে ভয় পায় পাক এবং সমীহ করুক।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি– ইউক্রেনে চলমান অপ্রয়োজনীয় সংঘাত রাশিয়ার সেনাদের জন্য অসম্মান ছাড়া আর কিছু আনেনি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিবাহিনীর বিরুদ্ধে নিহত বিপুল সংখ্যক রুশ সেনাদের প্রসঙ্গে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেন, ওই সময় সোভিয়েত ইউনিয়নজুড়ে ভোগান্তির মাত্রা নিয়ে আমি ভেবেছি। এখন যেমন পুতিন রুশ সেনাদের ভোগান্তিকে জনগণের সহানুভূতি আদায়ে ব্যবহার করছেন, ওই সময়কার রুশ শাসক (স্টালিন) ও তার ঘনিষ্ঠ জেনারেলরা ঠিক একই রকম করেছিলেন বলে মন্তব্য করেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত সেনাদের ভোগান্তি অনেকাংশে অপ্রয়োজনীয় ছিল মন্তব্য করে তিনি বলেন, দক্ষ নেতৃত্বের অভাবে তেমনটি হয়েছিল। সূত্র: গার্ডিয়ান
বিডিপ্রতিদিন/কবিরুল