ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পূর্ব ইউক্রেনে যুদ্ধে প্রতিদিন ১০০ জন পর্যন্ত মানুষ নিহত হচ্ছেন।
সিএনএনের খবরে বলা হয়েছে, কিয়েভ দখলে ব্যর্থ হয়ে রাশিয়া এখন পূর্ব ইউক্রেনে মনোযোগ নিবিষ্ট করেছে।
যুদ্ধরত ইউক্রেন ত্যাগ করার জন্য ১০ থেকে ৬০ বয়সের বাধ্যবাধকতা দিতে একটি পিটিশন নিয়ে কথা বলতে গিয়ে জেলেনস্কি এসব কথা বলেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমি সঠিক বুঝতে পারছি না এই পিটিশন কাদের উদ্দেশ্যে। এটা কী আমার উদ্দেশ্যে? নাকি সেসব যোদ্ধাদের পিতামাতার উদ্দেশ্যে যারা নিজের জীবনের বিনিময়ে দেশকে রক্ষা করছেন। এ সময় তিনি বলেন, এখন ইউক্রেনের পূর্বাঞ্চলে প্রতিদিন ৫০ থেকে ১০০ জন পর্যন্ত নিহত হতে পারে।
উল্লেখ্য, ইউক্রেন ত্যাগে ১০-৬০ বয়সের বাধ্যবাধকতা দিতে পিটিশনে ইতোমধ্যে ২৬ হাজার বেশি স্বাক্ষর পড়েছে। এ বিষয়ে জেলেনস্কি বলেন, যথাসময়ে আইনের নিরিখে পিটিশন বিবেচনা করা হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল