৩০ জুন, ২০২২ ১০:৩৫

পুতিন ইউক্রেনের অধিকাংশ ভূমি দখল করতে চান: যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

পুতিন ইউক্রেনের অধিকাংশ ভূমি দখল করতে চান: যুক্তরাষ্ট্র

আভরিল হাইনেস।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের অধিকাংশ ভূমি নিজের দখলে নিতে চান, যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা এমনটাই মনে করছে।

মার্কিন গোয়েন্দাদের দাবি, ইউক্রেনে রুশ সেনাদের গতিবিধি খুবই দুর্বল, তারা কেবল ধীরগতিতে ভূখণ্ড দখলে সক্ষম।

মার্কিন ন্যাশনাল ইন্টিলিজেন্সের পরিচালক আভরিল হাইনেস বলেন, এর মানে ইউক্রেন যুদ্ধ অনেক দিন পর্যন্ত স্থায়ী হবে।

মার্চ মাসে ইউক্রেনের ডনবাস এলাকা দখলে মনোযোগী হয় রাশিয়া, এমনটাই বলা হয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে।

হাইনেসও বলেছেন, এখন পুতিন তার সেই লক্ষ্যেই অবিচল রয়েছেন। তিনি ইউক্রেনের অধিকাংশ এলাকা নিজের দখলে নিতে চাইছেন।

তবে খুব দ্রুতই রাশিয়ার সেই ইচ্ছে পূরণ হচ্ছে না বলেও মনে করেন এই মার্কিন গোয়েন্দা কর্মকর্তা।

তিনি বলেন, ‘আমরা পুতিনের চাহিদা ও তার সেনাবাহিনীর সক্ষমতার মধ্যকার দূরত্বটা উপলব্ধি করতে পারছি। পুতিনের উচ্চাভিলাষ ও তার সেনা সামর্থ্যের মধ্যে বিস্তর ফারাক।’

সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর