গত কয়েক ঘণ্টা ধরে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছে বলে জানিয়ে আসলেও এবার হতাহতের সংখ্যা নির্দিষ্ট করে জানিয়েছে ডেনমার্ক পুলিশ।
কোপেনহেগেনের শপিং সেন্টারে হামলায় এখন পর্যন্ত তিন জন নিহত হয়েছে আর আহত হয়েছে তিনজন। আহত তিনজনের অবস্থাও গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
এই ঘটনায় ২২ বছর বয়সী এক সন্দেহভাজন ড্যানিশ নাগরিককে আটক করা হয়েছে। তার কাছ থেকে রাইফেল ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
সন্দেভাজনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয় সময় সোমবার তাকে আদালতে তোলা হবে।
উল্লেখ্য, স্থানীয় সময় রবিবার সাড়ে পাঁচটার দিকে শপিং মলে হামলার খবর পায় পুলিশ। প্রথমে পুলিশের পক্ষ থেকে জানানো হয় এই ঘটনায় অনেকে আহত হয়েছে। পরে পুলিশ অনেকে নিহত হয়েছে বলেও খবর দেয়, সাথে জানায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল