তুরস্ককে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা অঙ্গীকার করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা এন্ডারসন। রবিবার বার্ষিক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এ কথা বলেন তিনি।
সুইডেনের প্রধানমন্ত্রী বলেন, গত ২৮ থেকে ৩০ জুন স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত ন্যাটোর তিন দিনব্যাপী সম্মেলনে তুরস্কের সঙ্গে যে সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়েছে, তা পুরোপুরি মেনে চলবে সুইডেন। বিশেষ করে কোনো সন্ত্রাসী সংগঠনকে সুইডেন তার ভূখণ্ডে স্থান দেবে না বলে আবারও অঙ্গীকার করেন।
প্রসঙ্গত, ইউক্রেনে রুশ হামলা শুরুর পর নিরাপত্তা শঙ্কা থেকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য হওয়ার প্রক্রিয়া শুরু করেছে ফিনল্যান্ড ও সুইডেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ন্যাটো জোটের অনেক সদস্য দেশ ইতোমধ্যে এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তবে তুরস্ক সরকার প্রথমে ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটোতে যুক্ত হওয়ার প্রক্রিয়ায় তাদের আপত্তির কথা জানায়। পরে দেশগুলো একটি চুক্তিতে পৌঁছে।
কুর্দি সশস্ত্র সংগঠন পিকেকেসহ কোনো সন্ত্রাসী সংগঠনকে পৃষ্ঠপোষকতা করবে না এই প্রতিশ্রুতিতে সম্প্রতি ফিনল্যান্ড-সুইডেনের ওপর থেকে আপত্তি তুলে নেয় তুরস্ক। সূত্র : আনাদোলু নিউজ
বিডি প্রতিদিন/আবু জাফর