গুলিবিদ্ধ জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে মারা গেছেন। শুক্রবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
শিনজে আবের গুলিবিদ্ধ ও মৃত্যুর ঘটনায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ফ্রান্সসহ অসংখ্য দেশ প্রতিক্রিয়া জানিয়েছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এক টুইট বার্তায় বলেন, ঘৃণ্য এই খবর শুনে চরম আতঙ্কিত ও মর্মাহত হয়েছি। আবের পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন শিনজো আবের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করে বলেন, এটা খুবই দুঃখজনক মুহূর্ত।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বার্তায় বলেন, আচমকা এই ঘটনায় আমরা হতবাক। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন বলেন, ঘৃণ্য আক্রমণে গভীরভাবে হতবাক।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, আমরা জানি না এই ঘটনার পেছনের কারণ কী। তিনি নিহত শিনজো আবের পরিবারের প্রতি সমবেদনা জানান। জাপানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল গালুজিন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল