ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রসসের (আইসিআরসি) প্রতিনিধিদল দোনেতস্কের ওলেনিভকা কারাগারে প্রবেশের অপেক্ষা করছে।
গত শুক্রবার ওলেনিভকা শহরের কারাগারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে ৫০ জনের বেশি ইউক্রেনীয় বন্দী নিহত হন। ঘটনার জন্য রাশিয়া-ইউক্রেন পরস্পরকে দোষারোপ করছে।
শনিবার রেডক্রস ও জাতিসংঘের মানবাধিকার পরিষদকে (ইউএনএইচআর) ওলেনিভকাতে যেতে আহ্বান জানান ইউক্রেনের মানবাধিকারবিষয়ক কর্মকর্তা দিমিত্রি লুবিনেটস।
ইউক্রেনে নিয়োজিত আইসিআরসির প্রতিনিধিদল রবিবার এক টুইটবার্তায় বলেছে, স্পষ্ট করে বলতে গেলে গতকাল থেকে এখন পর্যন্ত আমাদের ওলেনিভকার কারাগারে প্রবেশের অনুরোধ মঞ্জুর করা হয়নি।
জেনেভা কনভেনশনের আইনে সংঘাতে বিবাদমান গোষ্ঠীগুলোর যুদ্ধবন্দীদের রাখা কারাগারে মানবাধিকার সংগঠনগুলোর প্রবেশে অনুমতি দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে কারাগারে প্রবেশের জন্য নির্দিষ্ট দেশ থেকে আগে অনুমতি নিতে হয়।
শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, মস্কো আইসিআরসিকে কারাগার পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল