ইউক্রেনের শস্যভর্তি প্রথম জাহাজ ওডেসা বন্দর ত্যাগ করেছে। ইউক্রেনের স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে আটটার দিকে রাজোনি নামে সিয়েরা লিওনের পতাকাবাহী জাহাজটি রওনা করে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী জাহাজের প্রথম চালান বন্দর ছাড়ার ঘটনাকে রাশিয়ার আক্রমণের পর ‘বিশ্বের জন্য স্বস্তি’ বলে মন্তব্য করেছেন।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেন, দিনটি বিশ্বের জন্য বিশেষ করে আমাদের মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার বন্ধুদের জন্য স্বস্তির।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা এক টুইটবার্তায় বলেন, ইউক্রেন সর্বদা নির্ভরযোগ্য অংশীদার এবং ভবিষ্যতেও থাকবে। শস্য নিয়ে করা চুক্তির প্রতি রাশিয়ার সম্মান দেখানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।
বিশ্ববাজারে ইউক্রেন অন্যতম প্রধান শস্য সরবরাহক দেশ। কিন্তু গত ৫ মাসের বেশি সময় যাবত যুদ্ধের কারণে দেশটিতে বিপুল পরিমাণ শস্য জমা হয়। সোমবার রাশিয়ার করা এক চুক্তির আওতায় কৃষ্ণসাগরের বন্দর দিয়ে শস্য রপ্তানি শুরু করেছে দেশটি। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল