পশ্চিম এশিয়ার দেশ ইরানের সঙ্গে বাণিজ্য করার অভিযোগে ছয় বিদেশি কোম্পানি ও একটি তেল ট্যাংকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
মার্কিন অর্থ মন্ত্রণালয় ও পররাষ্ট্র দফতর সোমবার আলাদা বিবৃতিতে এসব প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
ইরান-সংশ্লিষ্ট এসব কোম্পানির ওপর নতুন করে আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, নিষেধাজ্ঞা আরোপের যে আসক্তি হোয়াইট হাউজকে পেয়ে বসেছে তা সাম্রাজ্যবাদী আমেরিকার আসল চরিত্র এবং ওয়াশিংটে ক্ষমতার পালাবদল হওয়া সত্ত্বেও আমেরিকার নিষেধাজ্ঞা আরোপের নীতিতে পরিবর্তন আসছে না।
এসব কোম্পানির চারটি হংকং-ভিত্তিক, একটির অবস্থান সিঙ্গাপুরে এবং অপরটি সংযুক্ত আরব আমিরাতের।
এছাড়া পানামার পতাকাবাহী ‘গ্লোরি হারভেস্ট’ নামের একটি তেল ট্যাংকারকে এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করা হয়েছে। পূর্ব এশিয়ার দেশগুলোতে ইরানের তেল বিক্রি করে তেহরানকে কোটি কোটি ডলার বৈদেশিক মুদ্রা অর্জনে সহযোগিতা করার অভিযোগে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ সম্পর্কে আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে মূলত তার পূর্বসুরি ডোনাল্ড ট্রাম্পের ইরানবিরোধী ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতি অনুসরণ করছেন।অথচ বাইডেন নিজেই এর আগে বলে এসেছিলেন যে, ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সূত্র: প্রেসটিভি
বিডি প্রতিদিন/কালাম