ইউক্রেনের জাপোরিজঝিয়া পরমাণু কেন্দ্র আগেই নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। এবার সেই পরমাণু কেন্দ্রকে সামরিক ঘাঁটি বানিয়ে সেখান থেকেই মিসাইল হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।
তবে সেই অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে মস্কো। জাতিসংঘে নিযুক্ত রুশ মিশন জানিয়েছে, রাশিয়া জাপোরিজঝিয়া পরমাণু কেন্দ্রকে সামরিক ঘাঁটি বানায়নি।
এক বিবৃতিতে রুশ মিশন বলেছে, ‘জাপোরিজঝিয়ায় কোন ধরনের সামরিক অস্ত্রশস্ত্র মোতায়েন করা হয়নি, সেখানে কেবল কিছু সেনা রয়েছে। তারা এই ওই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে।’
রাশিয়ার অভিযোগ, যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সহায়তা নিয়ে পরমাণু বিদ্যুৎকেন্দ্রে অঘটন ঘটিয়ে রাশিয়াকে ফাঁসাতে চাইছে ইউক্রেনের জাতীয়তাবাদীরা।
সূত্র: আরটি
বিডি প্রতিদিন/নাজমুল