তাইওয়ানে পৌঁছেছেন মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসি। এশিয়া সফরের অংশ হিসেবে মঙ্গলবার তাইওয়ানে পৌঁছেন তিনি।
ন্যান্সি পেলোসি তাইওয়ানে মঙ্গলবার রাতে থাকবেন। বুধবার তিনি প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন।
ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিল চীন। দেওয়া হয়েছিল নানান হুমকি-ধামকি। তবে এসব হুমকি উপেক্ষা করে তাইওয়ানের তাইপে বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে পেলোসির সফরের বিবরণ প্রকাশ করা হয়নি।
সূত্র: আল-জাজিরা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন