আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদার প্রধান আয়মান আল-জাওয়াহিরি নিহত হয়েছেন।
রবিবার ড্রোনের হামলার মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে, এমন দাবিই করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। এ ঘটনার পর বিদেশে থাকা নাগরিকদের সাবধান করে দিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। বলা হয়েছে, প্রতিশোধ নিতে আল-কায়দা পাল্টা আক্রমণ করতে পারে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বজুড়ে আমেরিকার নাগরিকদের সতর্ক করে দিয়ে বলেছে, ৩১ জুলাই জাওয়াহিরির মৃত্যুর পর তাদের উপর হামলার সম্ভাবনা বেড়ে গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের কাছে যে তথ্য আছে, তার ভিত্তিতে বলা যায়, বিশ্বের বিভিন্ন দেশে আমেরিকার নাগরিকরা আক্রান্ত হতে পারেন। সেই আক্রমণ আত্মঘাতী বাহিনী করতে পারে বা হত্যা, অপহরণের চেষ্টা হতে পারে অথবা বোমা মারা হতে পারে।
তাই বিদেশে মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। পরিস্থিতির দিকে তাদের নজর রাখতে বলা হয়েছে।
সূত্র: ডয়চে ভেলে ও বিবিসি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন