৫০০ কোটি ডলারের বেশি মূল্যের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করা হবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে। এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি) এর বরাত দিয়ে বুধবার এ খবর প্রকাশ করেছে এনডিটিভি।
দুই সপ্তাহ আগে সৌদি আরব ও আমিরাতের রাষ্ট্রনেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার সেই মধ্যপ্রাচ্য সফরের দুই সপ্তাহ পর এ ঘোষণা দেওয়া হয়েছে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরব ৩০০ প্যাট্রিয়ট এমআইএম-১০৪ই (Patriot MIM-104E) ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয় করবে। ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও অন্যান্য সরঞ্জাম, প্রশিক্ষণসহ সবকিছুর মূল্য ধরা হয়েছে ৩০৫ কোটি ডলার। এসব ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত ও বিমান হামলা করতে ব্যবহার করা যাবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের কাছে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণের জন্য থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রি করা হবে। এগুলোর মূল্য ২২৫ কোটি ডলার।
বিডি প্রতিদিন/ফারজানা