চীনের কড়া হুঁশিয়ারি সত্ত্বেও তাইওয়ান সফর করছেন যুক্তরাষ্ট্রের স্পীকার ও ডেমোক্র্যাটিক পার্টির অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব ন্যান্সি পেলোসি।
এশীয় অঞ্চলে সফরের অংশ হিসেবে মঙ্গলবার রাতে তাইওয়ান পৌঁছেন ন্যান্সি পেলোসি।
এদিকে, তাইওয়ানে ন্যান্সি পেলোসির সফরের নিন্দা জানিয়েছে চীনের বন্ধু দেশ উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, তাইওয়ান একটি ‘চীনের অবিচ্ছেদ্য অংশ’ এবং ‘আমরা তাইওয়ানের ইস্যুতে কোনো বহিরাগত শক্তির হস্তক্ষেপের তীব্র নিন্দা জানাই। এবং দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে রক্ষা করার জন্য চীন সরকারের ন্যায়সঙ্গত অবস্থানকে পূর্ণ সমর্থন করি।’
চীন কোনোভাবেই পেলোসির এই সফরকে মানতে পারছে না। এই সফর নিয়ে একাধিকবার কড়া বার্তা দিয়েছে বেইজিং।
সূত্র: আল-জাজিরা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন