যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, খারকিভে রাশিয়াকে পুনরায় সেনা পাঠাতে হচ্ছে। এর অর্থ- যুদ্ধে রাশিয়ার ব্যাপক ক্ষতি হচ্ছে।
আকস্মিক সফরে বৃহস্পতিবার ইউক্রেনে আসেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। ইউক্রেনের জন্য তিনি ৬ কোটি ডলারের বেশি সামরিক সহায়তা ঘোষণা করেন।
ব্লিনকেন বলেন, ইউক্রেনে রাশিয়ার বিপুল সেনা অবস্থান করছে। দুর্ভাগ্যজনক, ভয়াবহ এবং মর্মান্তিকভাবে এর অনেক সেনা রাশিয়া হারাবে। পুতিন সেদিকে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, এটা রাশিয়ার জন্য চড়া মূল্য।
এর আগে গতকাল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ব্লিনকেনকে স্বাগত জানান। তিনি বলেন, ব্লিনকেনের আগমন একটা সংকেত। সেটা হলো- আমরা হারানো এলাকা ফিরিয়ে নিতে পারব।
ইউক্রেনের এই প্রেসিডেন্ট খারকিভ অঞ্চলে এক ডজনের বেশি স্থাপনা রুশ সেনাদের কাছ থেকে পুনর্দখলে নেওয়ার দাবি করেছেন। এরপর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন খারকিভে নতুন করে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল