উত্তর কোরিয়া পরমাণু বিষয়ে নিজেদের অবস্থান ঘোষণা করার পর মার্কিন সরকার পিয়ং ইয়ংয়ের সঙ্গে কোনো শর্ত ছাড়াই আলোচনায় বসতে নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। খবর পার্সটুডে ও রয়টার্সের।
প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এখন দাবি করছে, উত্তর কোরিয়ার প্রতি তাদের কোনো শত্রুতা নেই এবং ওয়াশিংটন পিয়ংইয়ংয়ের সঙ্গে আলোচনায় বসতে চায়। এর একদিন আগে উত্তর কোরিয়া নিজেকে পরমাণু অস্ত্রধর দেশ হিসেবে ঘোষণা করেছে এবং জাতীয় সংসদে আইন পাস করেছে যে, শত্রুর হুমকি মনে করলে তা ঠেকাতে আগেভাগেই পিয়ইয়ং পরমাণু অস্ত্র ব্যবহার করবে।
হোয়াইট প্রেস সেক্রেটারি কারিন জ্য পিয়েরে বলেছেন, “যেমনটি আমরা বলেছি এবং উত্তর কোরিয়া নেতা টিম জং উনসহ অন্য কর্মকর্তারা জানেন যে, আমরা সব সময় পন্থা অনুসরণ করতে চাই এবং কোন রকম শর্ত ছাড়াই আলোচনায় বসতে প্রস্তুত আছে কিন্তু উত্তর কোরিয়া অব্যাহতভাবে কোন সাড়া দিচ্ছে না।”
জ্য পিয়েরে বলেন, উত্তর কোরিয়ার পক্ষ থেকে আসা হুমকি মোকাবেলার জন্য যুক্তরাষ্ট্র বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে এবং মিত্রদের সঙ্গে এ ব্যাপারে সমন্বয় করে চলেছে। উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকেই রেকর্ড সংখ্যক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
বিডি-প্রতিদিন/শফিক