ইউক্রেনের পাল্টা আক্রমণের মুখে রুশ সেনারা লুহানস্ক প্রদেশে পিছু হটতে শুরু করেছেন। মাত্র তিন দিনে উত্তর–পূর্বাঞ্চলে ২ হাজার ৫০০ বর্গকিলোমিটারের বেশি এলাকা রুশ সেনাদের কাছ থেকে মুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জেলনস্কি।
আল জাজিরার খবরে বলা হয়েছে, কুপিয়ানস্ক রেলওয়ে জংশন ইউক্রেনীয় সেনারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেন। রুশ সেনারা এ জংশন যুদ্ধক্ষেত্রে সেনা ও সামরিক সরঞ্জামাদি পাঠাতে ব্যবহার করত। ইউক্রেনের নিয়ন্ত্রণের মুখে রাশিয়া কুপিয়ানস্ক এবং ইজিয়াম শহরে দ্রুত কামান ও অন্যান্য অস্ত্রশস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে।
রাশিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রুশ সেনারা ইজিয়াম ত্যাগ করেছেন এবং ইউক্রেন বাহিনীর আক্রমণের মুখে কুপিয়ানস্ক ধরে রাখা অসম্ভব হয়ে পড়ায় এ শহর থেকেও পিছু হটছেন।
পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে, রাশিয়া আটকে গেছে। ধারণা করা হচ্ছে, ইউক্রেনের অভিযান চালানোর প্রধান কেন্দ্র হতে চলেছে দক্ষিণাঞ্চল।
রাশিয়ার সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, ইতিমধ্যে ইজিয়াম শহরটি পরিত্যক্ত করা হয়েছে। শুধু সেখানকার শহর থেকে নয়, অঞ্চল থেকেও সাধারণ রাশিয়ানরা পিছু হটছে।
এই সফলতাকে কাজে লাগিয়ে ইউক্রেনীয় বাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন লাইমান শহরের ওপর জোর দিচ্ছে। আক্রমণাত্মক গতি বজায় রেখে রাশিয়ার বাহিনীর শীর্ষ নেতাদের মধ্যে আতঙ্কজনক অনুভূতিকে কাজে লাগাতে চাইছে ইউক্রেন। রাশিয়ার টেলিগ্রাম চ্যানেলগুলোতে এই অঞ্চলে পরাজয় নিয়ে খোলামেলা আলোচনা চলছে।
বিডিপ্রতিদিন/কবিরুল