উইলিয়াম যুক্তরাজ্যে এবং হ্যারি থাকেন যুক্তরাষ্ট্রে। হ্যারি জানিয়েছিলেন, তার ও উইলিয়ামের পথ এখন সম্পূর্ণ আলাদা। এ বছর মা ডায়ানার মৃত্যুবার্ষিকীও আলাদা করে পালনের ঘোষণা দিয়েছিলেন উইলিয়াম ও হ্যারি। তবে দাদি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু তাদের আবার এক করে দিয়েছে। উইলিয়াম ও তার স্ত্রী কেট ও হ্যারি ও তার স্ত্রী মেগানকে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল ২০২০ সালের একটি অনুষ্ঠানে। এরপরপরই রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন হ্যারি-মেগান। এ নিয়ে রানি, উইলিয়াম-কেট, বাবা চার্লসসহ রাজপরিবারের অন্য সদস্যদের সঙ্গে দূরত্ব তৈরি হয় হ্যারি ও মেগানের। দায়িত্ব ছেড়ে নানা বিষয়ে রাজপরিবারের নিয়ম-নীতির কঠোর সমালোচনাও করেছিলেন হ্যারি-মেগান।
রানির মৃত্যুর আগে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে যুক্তরাজ্যে এসেছিলেন হ্যারি-মেগান দম্পতি। এখনও তারা যুক্তরাজ্যেই অবস্থান করছেন। রানির মৃত্যুতে ফুলেল শ্রদ্ধা জানাচ্ছে দেশটির মানুষ। শনিবার উইলিয়াম-কেট ও হ্যারি ও মেগান সেই ফুলেল শ্রদ্ধা জানানোর স্থানে হাজির হন এবং শুভাকাঙ্ক্ষীদের সাথে কথা বলেন। ধারণা করা হচ্ছে, রানির মৃত্যু হ্যারি-মেগানের সাথে রাজপরিবারের দূরত্ব কমানোয় সাহায্য করতে পারে।
৯৬ বছর বয়সে গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্যালেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। প্রায় ৭০ বছর ধরে ব্রিটেনের সিংহাসনে ছিলেন রানি।
বিডি প্রতিদিন/ফারজানা