স্মরণকালের মধ্যে শ্রীলঙ্কার সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার উপায় বললেন দেশটিতে সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন এজেন্সির (ইউএসএইড) প্রশাসক সামান্থা পাওয়ার।
তা হলো- দেশটির অর্থনীতিকে উন্নত করার পাশাপাশি দুর্নীতি মোকাবিলা করা এবং শাসনব্যবস্থা সংস্কার করা।
ইউএসএইড প্রশাসক সাংবাদিকদের বলেন, ‘এমন পদক্ষেপ দেশটির সরকারের উদ্দেশ্য সম্পর্কে আন্তর্জাতিক ও স্থানীয় পর্যায়ে আস্থা বৃদ্ধি করবে।’
তিনি বলেন, ‘শুধু সহায়তা দেশটির সংকট নিরসন করতে পারবে না। আজকে এর আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সাথে আমার বৈঠকে আমি জোর দিয়ে বলেছি যে, অর্থনৈতিক সংস্কার ও অর্থনৈতিক জবাবদিহির সাথে যুগপৎভাবে রাজনৈতিক সংস্কার ও রাজনৈতিক জবাবদিহিও আসতে হবে।”
‘সরকার যখন দুর্নীতি মোকাবিলা করবে এবং দীর্ঘ প্রতীক্ষিত শাসনব্যবস্থার সংস্কারের বিষয়ে অগ্রসর হবে, তখন আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পাবে। মানুষজন যখন সরকারের অর্থবহ পরিবর্তন সাধনের অঙ্গীকারটি বাস্তবায়ন প্রত্যক্ষ করবে, তখন তা সামনে হতে যাওয়া কঠিন অর্থনৈতিক সংস্কারগুলোর প্রতি সামাজিক সমর্থন বৃদ্ধি করবে।’
ইউএসএইড প্রশাসকের দুইদিনব্যাপী সফরে তিনি শ্রীলঙ্কার জন্য মোট ৬ কোটি ডলারের সহায়তার ঘোষণা দেন। শনিবার রাজধানী কলম্বোর বাইরে জা-এলা-তে এক ধানক্ষেতে কৃষকদের প্রতিনিধিদের সাথে বৈঠকের পর, আগামী মৌসুমের আগে সময়মতো কৃষিকাজে ব্যবহৃত কেমিক্যাল কিনতে তিনি ৪ কোটি ডলারের ঘোষণা দেন।
রবিবার তিনি বলেন, ঝুঁকিতে থাকা পরিবারগুলোর জন্য জরুরি মানবিক সহায়তা দিতে আরও অতিরিক্ত ২ কোটি ডলার দেওয়া হবে।
সূত্র : ভয়েস অব আমেরিকা
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ