হারিকেন ইয়ানের আঘাতে যুক্তরাষ্ট্রের উপকূলবর্তী অঙ্গরাজ্য ফ্লোরিডার ২৪ লাখ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে গেছে। বুধবার ইয়ান যুক্তরাষ্ট্রের স্থলভাগে আছড়ে পড়ে, এর গতিবেগ ছিল ঘণ্টায় ২৪১ কিলোমিটার।
হারিকেনের কারণে প্রলঙ্কয়কারী বন্যা ও জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। ভিডিও ও ছবিতে দেখা গেছে, তীব্র ঝড় হাসপাতালের ছাড় উড়িয়ে নিয়েছে। ফ্লোরিডার সড়ক ও গাড়ি পানিতে নিমজ্জিত অবস্থায় রয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটিকে ভয়াবহতম ঝড় বলা হচ্ছে। বিবিসি জানিয়েছে, ইয়ানের প্রভাবে ফ্লোরিডায় বন্যা দেখা দিয়েছে, পানির স্তর ক্রমেই বাড়ছে।
সিএনএন জানিয়েছে, ক্যাটাগরি ফোরের এই হারিকেন এখন কিছুটা দুর্বল হয়ে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে রূপ নিয়েছে। এটি এখন জর্জিয়া ও দক্ষিণ ক্যারোলিনা অতিক্রম করছে।
বিডি প্রতিদিন/ফারজানা