আগামীকাল শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের কাছ থেকে দখল করা চার অঞ্চল রুশ ফেডারেশনে যুক্ত করবেন। বিবিসি এই খবর প্রকাশ করেছে।
গত শুক্রবার ইউক্রেনের কাছ থেকে দখল করা দোনেতস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিঝিয়া অঞ্চলে গণভোট শুরু হয়। বুধবার এই ভোট শেষ হয়। রাশিয়া দাবি করেছে, অধিকাংশ ভোট রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে পড়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, পুতিন শুক্রবার চার অঞ্চল যুক্ত করতে স্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠান পালন করবেন।
বিডিপ্রতিদিন/কবিরুল