২৯ সেপ্টেম্বর, ২০২২ ২০:২৪

ঘূর্ণিঝড় ইয়ানে ফ্লোরিডায় ৫০০ বছরের বন্যার রেকর্ড: গভর্নর

অনলাইন ডেস্ক

ঘূর্ণিঝড় ইয়ানে ফ্লোরিডায় ৫০০ বছরের বন্যার রেকর্ড: গভর্নর

ঘূর্ণিঝড়ে অভিবাসীবাহী জাহাজ ডুবে ২৩ জন নিখোঁজ হয়েছেন

ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস বলেছেন, ফ্লোরিডায় আঘাত হানা ঘূর্ণিঝড়ে সৃষ্ট বন্যা ৫০০ বছরের মধ্যে ভয়াবহ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে গভর্নর এই তথ্য জানান।  ডিসান্টিস বলেন, মধ্য ফ্লোরিডায় বড় ধরনের বন্যা হয়েছে। এটা ৫০০ বছরের মধ্যে অন্যতম ঘটনা।

ফ্লোরিডার গভর্নর আরও জানান, বন্যাকবলিত এলাকায় সাত হাজার উদ্ধারকর্মী অভিযান চালাচ্ছেন। ঘূর্ণিঝড়ে অভিবাসীবাহী জাহাজ ডুবে ২৩ জন নিখোঁজ হয়েছেন। তাদের খোঁজ করছে যুক্তরাষ্ট্রের বর্ডার পেট্রল অ্যান্ড কোস্টগার্ড। 

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্রে আঘাত হানা শীর্ষ পাঁচটি শক্তিশালী ঝড়ের মধ্যে ইয়ান একটি। ঘূর্ণিঝড়টি ইতোমধ্যে ফ্লোরিডা অতিক্রম করেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি।

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর