৩০ সেপ্টেম্বর, ২০২২ ১৩:৪১

ইউক্রেনের অঞ্চলকে রাশিয়ার অন্তর্ভুক্তির স্বীকৃতির বিষয়ে যা বললেন বাইডেন

অনলাইন ডেস্ক

ইউক্রেনের অঞ্চলকে রাশিয়ার অন্তর্ভুক্তির স্বীকৃতির বিষয়ে যা বললেন বাইডেন

জো বাইডেন

রাশিয়ার সঙ্গে একীভূত হতে গত ২৩ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ইউক্রেনের চার অঞ্চলে ‘গণভোট’ অনুষ্ঠিত হয়েছে। এতে রাশিয়ার সঙ্গে যোগ দেওয়ার বিষয়ে রায় দিয়েছে স্থানীয় জনগণ- এমনটিই দাবি করেছে রুশ কর্তৃপক্ষ।

তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বললেন, ইউক্রেনের অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার প্রচেষ্টাকে কখনওই স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, “আমি খুব স্পষ্ট করে বলছি, যুক্তরাষ্ট্র কখনও, কখনও, কখনওই ইউক্রেনের সার্বভৌম অঞ্চলের ওপর রাশিয়ার দাবিকে স্বীকৃতি দেবে না।”

শুক্রবার ইউক্রেনের চার অঞ্চলকে (ডোনেটস্ক, লুহান্সক, জাপোরিঝঝিয়া ও খেরসন) রাশিয়ার সঙ্গে যুক্ত করার ঘোষণা দিতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগেই বাইডেন এসব কথা বললেন।

ক্রেমলিন দাবি করেছে, সম্প্রতি হওয়া গণভোটে লুহানস্ক, ডোনেটস্ক, জাপোরিঝঝিয়া ও খেরসনের বাসিন্দারা রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে ভোট দিয়েছেন। তবে ইউক্রেন ও তাদের পশ্চিমা মিত্ররা এ গণভোটকে ধোঁকাবাজি হিসেবে উল্লেখ করে এর ফল প্রত্যাখ্যান করেছে। সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর