মহাত্মা গান্ধীর ১৫৩তম জন্মদিন আজ রবিবার, ২ অক্টোবর। মহাত্মা গান্ধীর জন্মদিন বিশ্বব্যাপী আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে পালিত হয়। আজ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মহাত্মা গান্ধীর অহিংস (অহিংসা) নীতি অনুসরণ করে সহিংসতা পরিহার করার জন্য জনগণকে আহ্বান জানিয়েছেন।
টুইটারে জাতিসংঘের প্রধান লিখেছেন, ‘আন্তর্জাতিক অহিংসা দিবসে, আমরা মহাত্মা গান্ধীর জন্মদিন এবং শান্তি, সম্মান এবং অপরিহার্য মর্যাদার সমন্বিত মূল্যবোধ উদযাপন করি। সংস্কৃতি ও সীমানার বাধা পেরিয়ে একটি উন্নত ভবিষ্যৎ গড়তে আমরা এই মূল্যবোধ ও শিক্ষা গ্রহণ করে আজকের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারি’।
উল্লেখ্য, মোহনদাস করমচাঁদ গান্ধীর (মহাত্মা গান্ধী) জন্ম ১৮৬৯ সালের ২ অক্টোবর। ভারতের জাতির পিতা বলা হয় তাকে। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে অহিংস আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। তার মূল্যবোধ, নীতি ও দর্শনকে সম্মান জানাতে ২০০৭ সালে ২ অক্টোবরকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘের সাধারণ পরিষদ।
বিডি প্রতিদিন/ফারজানা