২ অক্টোবর, ২০২২ ১৫:৫৪

ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে জার্মানি

অনলাইন ডেস্ক

ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে জার্মানি

এআরআইএস-টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা

রুশ ড্রোনের আক্রমণ থেকে বাঁচতে ইউক্রেনকে নিজেদের চারটির মধ্যে একটি উচ্চপর্যায়ের এআরআইএস-টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি।

শনিবার ইউক্রেনের ওডেসায় আকস্মিক সফরে এসে এ ঘোষণা দেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী ক্রিসটিন ল্যামব্রেচড। 

সেখানে একটি বাঙ্কারে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভের সঙ্গে সাক্ষাৎ করেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী।

এ সময় তিনি বলেন, প্রথম দফায় চারটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এআরআইএস-টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবে জার্মানি। এ গুলো ড্রোন প্রতিরোধে এটি খুবই গুরুত্বপূর্ণ।

কয়েক সপ্তাহ ধরে ইরানের তৈরি কামিকাজা ড্রোনের মাধ্যমে হামলা চালাচ্ছে রাশিয়া। এটিকে আমলে নিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ। ওই ড্রোনগুলো হামলায় অনেক প্রাণহানি এবং অবকাঠামো ধ্বংস হচ্ছে।

গত মে মাম থেকে এসব সমরাস্ত্র পাওয়ার জন্য জার্মানির কাছে ধর্ণা দিচ্ছে ইউক্রেন। প্রতিটি ইরিস-টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মূল্য ধরা হয়েছে ১৫০ মিলিয়ন ডলার ইউরো বা ১৪৭ মিলিয়ন ডলার।

সূত্র: রয়টার্স।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর