৬ অক্টোবর, ২০২২ ২০:৫৯

শাহবাজ শরিফের কাছে পাকিস্তানের ইতিহাসে ‘সবথেকে বড় মিথ্যাবাদী’ ইমরান খান

অনলাইন ডেস্ক

শাহবাজ শরিফের কাছে পাকিস্তানের ইতিহাসে ‘সবথেকে বড় মিথ্যাবাদী’ ইমরান খান

পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দেশটির ইতিহাসে ‘সবথেকে বড় মিথ্যাবাদী’ হিসেবে অভিহিত করেছেন বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একইসঙ্গে ইমরান খানকে তিনি ‘প্রতারক’ বলেও আক্রমণ করেছেন।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে শাহবাজ শরিফ ইমরান খানের বিরুদ্ধে এমন তোপ দাগেন। 

ডনের খবরে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পাশে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ছাড়াও তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব,  আতাউল্লাহ তারার এবং আহসান ইকবাল উপস্থিত ছিলেন। শাহবাজ শরিফ বলেন, ইমরান এবং তার অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পাকিস্তানের ডোনারদের সরকারের বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা করছে। তাদের সকল বিরোধীতা সৃষ্টিকর্তা প্রকাশ করে দিয়েছেন।

শাহবাজ শরিফ অভিযোগ করে বলেন, ইমরান খান দিনে-রাতে মিথ্যা কথা বলেন, একজন প্রতারক। সমগ্র জাতিকে বিচ্ছিন্ন করে তিনি এটা নিয়ে খেলেছেন। সেনাবাহিনীকে আক্রমণ করে বাহিনীর মধ্যে বিভাজন তৈরি করতে চেয়েছেন।

বিডিপ্রতিদিন/কবিরুল  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর