পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। জেনিন শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় এই হামলার ঘটনা ঘটে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, হতাহত দু’জনের বয়সই ১৭ বছর। তাদের নাম আহমাদ মোহাম্মদ দারাগমেহ ও মোহাম্মদ আস-সুয়াস।
এই ইসরায়েলি অভিযানে আরও অন্তত ১১ জন আহত হয়েছে। যাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।
ফিলিস্তিন কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার ভোরের দিকে ইসরায়েলি সেনারা ক্যাম্পে প্রবেশ করে এবং একটি বাড়ি ঘিরে ফেলে। এসময় তারা গুলি ছুড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
তবে এ বিষয়ে ইসরায়েলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল