রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ‘ডার্টি বোমা’ ব্যবহারের অভিযোগ তোলে। এই ঘটনার পর কিয়েভের অনুরোধে ইউক্রেনের তিনটি স্থানে তদন্ত শুরু করে জাতিসংঘের আনবিক শক্তি সংস্থা (আইএইএ)। বৃহস্পতিবার সংস্থাটি জানিয়েছে, ইউক্রেনে তারা কোনো ধরনের ডার্টি বোমার অস্তিত্ব পাননি।
‘ডার্টি বোমা’ হলো ‘রেডিয়োলজিক্যাল ডিসপার্সাল ডিভাইস’ (আরডিডি)। এগুলো আসলে সাধারণ বোমা। কিন্তু এর বিস্ফোরকের সঙ্গে মেশানো থাকে তেজস্ক্রিয় পদার্থ। ফলে মানুষের দেহে দীর্ঘমেয়াদী ক্ষতির সম্ভাবনা থাকে। এ বোমা ব্যবহারে সামগ্রিকভাবে দূষিত হয়ে ওঠে পরিবেশ।
বৃহস্পতিবার জাতিসংঘের পারমাণবিক সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি এক বিবৃতিতে বলেন, আমাদের কারিগরি এবং বৈজ্ঞানিক মূল্যায়ন ইউক্রেনে এখন পর্যন্ত অঘোষিত কোনো পরমাণু কার্যক্রমের অস্তিত্বের প্রমাণ পায়নি।
আইএইএর এমন বিবৃতির পর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা রাশিয়াকে বিশ্বের ‘সেরা মিথ্যাবাদী’ বলে অভিহিত করেছেন।
উল্লেখ্য, অক্টোবরের শেষ সপ্তাহে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু অভিযোগ করেন, ইউক্রেন ‘ডার্টি বোমা’ ব্যবহার করতে পারে। তবে রাশিয়ার এমন দাবি নাকচ করে এর নিন্দা জানায় কিয়েভ। ইউক্রেন বলে, এটি অপ্রমাণিত দাবি। আসলে রাশিয়া নিজেই এ ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে।
ইউক্রেনের পশ্চিমা মিত্ররাও রাশিয়ার এমন দাবি প্রত্যাখ্যান করে। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল