ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় একজন ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছেন। দখলকৃত পশ্চিমতীরের নাবলুসে মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে।
নিহত তরুণ মাহাদি হাসাস (১৫) নাবলুসের বালাতা শরণার্থী ক্যাম্পে বসবাস করত।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর সশস্ত্র হানার সময় মাহাদি শরীরের বিভিন্ন জায়গায় শার্পনেলের আঘাত পান।
সরকারি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর সাথে সংঘাতে সময় মাহাদির হাতে হস্ততৈরিকৃত বিস্ফোরক ছিল। এটি বিস্ফোরণে তার হাত উড়ে যায়।
ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে একজন গুরুতরসহ আরও তিনজন আহত হন। চলতি বছর ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের ওপর দমনপীড়ন বাড়িয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল