ইউক্রেনের রাজধানী কিয়েভে এক ঝাঁক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া বলে দাবি করে কিয়েভ নগরীর সামরিক প্রশাসন।
সোমবার এই হামলা চালানো হয় বলে দাবি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
কিয়েভের সামরিক প্রশাসন বলেছে, শত্রুরা রাজধানীতে হামলা চালাচ্ছে। কিয়েভের আকাশসীমায় নয়টি মনুষ্যবিহীন বিমান বা ড্রোন ভূপাতিত করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিয়েভে ড্রোন হামলা বেড়েছে।
নগরীর বেসামরিক প্রশাসন গত মধ্যরাতে প্রথম বিমান সতর্কতা জারি করে, যা তিন ঘণ্টারও বেশি স্থায়ী হয়। দ্বিতীয় সাইরেন বাজানো হয় ভোরে।
এদিকে, রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের জন্য ইউক্রেনকে নতুন করে ৩০ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের সামরিক সহায়তার প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সোমবার এক বিবৃতিতে তার দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, নতুন প্যাকেজে কয়েক লাখ রাউন্ড আর্টিলারির গোলা রয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি থেকে রুশ বাহিনীর বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকেই ধারাবাহিকভাবে কিয়েভকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনসহ পশ্চিমা দেশগুলো। সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/কালাম