যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কংগ্রেসে (স্টেট অব ইউনিয়ন) তার দ্বিতীয় বার্ষিক বক্তব্য প্রদান করেছেন। বক্তব্যে ইউক্রেন যুদ্ধ এবং চীনের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে কথা বলেছেন তিনি।
ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ‘যতক্ষণ প্রয়োজন রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সমর্থন-সহায়তা করে যাবে।’ জো বাইডেন তার দেশে নিয়োজিত ইউক্রেনের রাষ্ট্রদূতকে উদ্দেশ্য করে বলেন, আমরা তোমাদের পাশে রয়েছি যতক্ষণ প্রয়োজন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র শুধু ইউরোপে নয় বরং সমগ্র বিশ্বব্যাপী অধিক স্বাধীনতা, সম্মান এবং শান্তির জন্য কাজ করছে।
চীন প্রসঙ্গে জো বাইডেন বলেন, চীনের সঙ্গে প্রতিযোগীতায় আমরা সংঘাত চাই না। যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার্থে ওয়াশিংটন বেইজিংয়ের বিরুদ্ধে দাঁড়াবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বাইডেন বলেন, ‘এর আগেও স্পষ্ট করে বলেছি, চীন আমাদের সার্বভৌমত্বের হুমকি হলে দেশ রক্ষায় যা করা প্রয়োজন আমরা তা করব, অতীতেও করেছি।
উল্লেখ্য, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় একটি চীনা বেলুন শনাক্ত হয়। মার্কিন সেনাবাহিনী এই বেলুনকে ‘নজরদারি বেলুন’ হিসেবে উল্লেখ করে। চীনের এমন কর্মকাণ্ডে বিরোধীদল রিপাবলিকান পার্টি থেকে ব্যাপক চাপে ছিলেন বাইডেন। অবশ্য শনিবার বাইডেনের নির্দেশে বেলুনটি যুদ্ধবিমান দিয়ে ভূপাতিত করা হয়। সূত্র: সিএনএন, আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল