সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিত্র দেশ বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিকল্পনার কথা জানিয়েছেন। এতে তীব্র নিন্দা জানিয়েছে পশ্চিমা দেশগুলো।
কিন্তু কেন রাশিয়াকে এই অনুমতি দেওয়া হল সে বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেছে বেলারুশ। এই পদক্ষেপের পেছনে কারণ হিসেবে পশ্চিমাদের বিরুদ্ধেই অভিযোগ তুলেছে দেশটি।
বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, নজিরবিহীন পশ্চিমা চাপের কারণেই তারা বাধ্য হয়ে রাশিয়াকে পারমাণবিক অস্ত্র মোতায়েনের অনুমতি দিয়েছে।
তবে এই অস্ত্র মোতায়েন করা হলেও তাতে আন্তর্জাতিক চুক্তির বরখেলাপ করা হয়নি বলেও দাবি করেছে বেলারুশের।
বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বেলারুশ তার নিজস্ব নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে রাশিয়ার আহ্বানে সাড়া দিতে বাধ্য হয়েছে। মিনস্ক যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কাছ থেকে নজরিবিহীন রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে পড়েছে। সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/কালাম