৪ এপ্রিল, ২০২৩ ১২:১৯

আমিরাতে ঈদ নিয়ে যা জানাল দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা

অনলাইন ডেস্ক

আমিরাতে ঈদ নিয়ে যা জানাল দেশটির  জ্যোতির্বিজ্ঞানীরা

গত ২৩ মার্চ মধ্যপ্রাচ্যে রোজা শুরু হয়

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান মাস শেষ হবে ২০ এপ্রিল। শাওয়ালের প্রথম দিন তথা ঈদ হবে ২১ এপ্রিল শুক্রবার। 

দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা এই তথ্য জানিয়েছেন। 

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় ২০ এপ্রিল সকাল ৮টা ৩৬ মিনিটে রমজানের পূর্ণ চাঁদ দেখা যাবে। এরপর শাওয়াল তথা ঈদের চাঁদও দেখা যাবে ওইদিনই বৃহস্পতিবার (২০ এপ্রিল) সূর্যাস্তের ২২ মিনিটের মধ্যে। 

সংযুক্ত আরব আমিরাতের সরকার নিশ্চিত করলে দেশটিতে ২১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি শুরু হবে।   

ইসলাম ধর্মের অনুসারীরা বিশ্বব্যাপী ঈদুল ফিতর উদযাপন করে। সূর্যোদয়েরর আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহারসহ সকল ধরনের ভোগবিলাস থেকে বিরত থাকে তারা। দীর্ঘ ১ মাস সিয়াম-সাধনার পর ঈদ আসে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গত ২৩ মার্চ বৃহস্পতিবার রোজা শুরু হয়। বাংলাদেশে তার পরদিন ২৪ মার্চ রোজা শুরু হয়। 

সূত্র: আল আরাবিয়া

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর