ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশে সশস্ত্র হামলায় পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা ও তার স্ত্রী নিহত হয়েছেন।
আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, সিস্তান-বালুচিস্তান প্রদেশের সারাভান অঞ্চলের সিআইডি পুলিশের প্রধান কর্নেল আলী রেজা শাহরাকির গাড়ির ওপর একদল বন্দুকধারী অতর্কিতে বেপরোয়া গুলি চালায়। সকালে সারাভানের একটি ক্রস রোডে এই ঘটনা ঘটে।
সারাভানের গভর্নর সাঈদ তাজলিলি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে জানিয়েছেন, বন্দুক হামলায় শাহারাকির স্ত্রীও মারাত্মকভাবে আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মৃত্যু হয়।
হামলাকারীরা কর্নেল রেজা শাহরাকির ওপর প্রাণঘাতী হামলা চালানোর পর গাড়িতে করে পালিয়ে যায়। আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাটি তদন্ত করছে এবং অপরাধীদের আটকের চেষ্টা চলছে।
সিস্তান-বালুচিস্তান প্রদেশের সঙ্গে পাকিস্তানের সীমান্ত রয়েছে। শিয়া প্রধান ইরানের এই প্রদেশের অধিকাংশ বাসিন্দা সুন্নি। অঞ্চলটির বাসিন্দারা বছরের পর বছর সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলছেন। এটি ইরানের সবচেয়ে অনুন্নত এলাকা। বহু বছর ধরেই মাঝেমাঝে সেখানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। হামলার পর বেশিরভাগ সময় সন্ত্রাসীরা পাকিস্তানের ভেতরে পালিয়ে যায়।
বিডিপ্রতিদিন/কবিরুল