সুদানে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি রবিবার মধ্যরাতে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু উভয়পক্ষ আরও ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংঘাত থামছে না।
গত ১৫ এপ্রিল সুদানের সেনাবাহিনী এবং শক্তিশালী প্যারা মিলিটারি বাহিনী আরএসএফের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক সম্প্রদায়সহ আফ্রিকার গুরুত্বপূর্ণ আঞ্চলিক জোটগুলো যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছে। কিন্তু সংঘাত বন্ধের এখন পর্যন্ত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
সর্বশেষ অস্ত্রবিরতির বিষয়ে প্যারা মিলিটারি আরএসএফ বলেছে,‘আন্তর্জাতিক এবং আঞ্চলিক সম্প্রদায়ের আহ্বানে সাড়া দিয়ে তারা অস্ত্রবিরতিতে সম্মত হয়েছেন ‘
অন্যদিকে সেনাবাহিনী বলেছে, ‘বিদ্রোহীরা (আরএসএফকে বিদ্রোহী বলে উল্লেখ করছে) যুদ্ধবিরতির শর্ত মেনে চলবে বলে তাদের প্রত্যাশা।’
রাজধানী খার্তুম থেকে আল জাজিরার হিবা মরগান বলেন, যুদ্ধবিরতির ঘোষণায় সাধারণ মানুষের কোনো প্রতিক্রিয়া নেই।
আল জাজিরার এই সাংবাদিক বলেন, তারা (সাধারণ মানুষ) দেখেছে, কিভাবে আগের যুদ্ধবিরতি পালিত হয়েছে। তারা সেনাবাহিনীর অনবরত বিমান হামলা এবং আরএসএফের আর্টিলারি হামলা প্রত্যক্ষ করেছে। সুতরাং, তাদের কাছে এই যুদ্ধবিরতি অন্য যুদ্ধবিরতিগুলোর মতোই যা যেকোনো সময় অমান্য করা হতে পারে।
বিডিপ্রতিদিন/কবিরুল