ইউরোর বিপরীতে জাপানি মুদ্রা ইয়েনের বিনিময় হার ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। ব্যাংক অব জাপানের (বিওজি) অতি নিম্নসুদহার নীতি বজায় রাখার সিদ্ধান্তে ইয়েনের বিনিময় হার সম্প্রতি নিম্নমুখী হয়।
রিফিনিটিভের ডাটা বলছে, মঙ্গলবার ইয়েনের বিপরীতে ইউরোর বিনিময় হার শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ১৫১ দশমিক ৪২ ইয়েনে পৌঁছেছে। ২০০৮ সালের সেপ্টেম্বরের পর যা নতুন সর্বোচ্চ। সূত্র: রয়টার্স, মালয়া বিজনেস ইনসাইট, বিজনেস রেকর্ডার
বিডি প্রতিদিন/কালাম