ক্রেমলিনে ড্রোন হামলা চালানোর পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে অভিযোগ করেছে মস্কো। বৃহস্পতিবার সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় এমন অভিযোগ করেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
দিমিত্রি পেসকভ বলেন, যুক্তরাষ্ট্র লক্ষ্যবস্তু ঠিক করছে, আর তার পরিকল্পনা বাস্তবায়ন করছে ইউক্রেন। রাশিয়া এ বিষয়ে জানে। ওয়াশিংটনকে সেটা অবগত থাকা উচিত।
তবে হামলায় যুক্তরাষ্ট্রের জড়িত থাকার বিষয়ে দিমিত্রি পেসকভ যে দাবি করেছেন, তার সমর্থনে তিনি কোনো প্রমাণ দেননি।
মস্কোয় প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিনে বুধবার রাতে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। দেশটি বলেছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশ্যে ইউক্রেন এ হামলা করেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার অভিযোগ অস্বীকার করেছেন। বুধবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ‘আমরা পুতিন কিংবা মস্কোকে আক্রমণ করি না। এই ধরনের অনাবশ্যক ঘটনা সংঘটিত করার মতো যথেষ্ঠ অস্ত্র ইউক্রেনের হাতে নেই।’
বিডিপ্রতিদিন/কবিরুল