৭ মে, ২০২৩ ০০:৪২

রুশ গোলায় ইউক্রেনের ছয় বিস্ফোরক বিশেষজ্ঞ নিহত

অনলাইন ডেস্ক

রুশ গোলায় ইউক্রেনের ছয় বিস্ফোরক বিশেষজ্ঞ নিহত

রুশ গোলায় নিহত ৬ ইউক্রেনীয় বিস্ফোরক বিশেষজ্ঞ

রাশিয়ার গোলার আঘাতে ইউক্রেনের ছয় বিস্ফোরক বিশেষজ্ঞ নিহত হয়েছেন। তারা দক্ষিণ খেরসন অঞ্চলে মাইনিং অপারেশনে নিয়োজিত ছিলেন। ইউক্রেনের জরুরি পরিষেবা শনিবার এই তথ্য জানিয়েছে।

জরুরি পরিষেবা, টেলিগ্রাম বার্তায় বলেছে, একজন নারী নার্সসহ ডিমাইনিং দলের অন্য দুই সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফেসবুকে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবার প্রধান সেরহি ক্রুক বলেন, আজ জরুরি পরিষেবা তার পরিবারের অংশ হারিয়েছে। খেরসনের একটি এলাকায় মাইন পরিষ্কার করার সময়  গোলাবর্ষণ করা হয়। এতে আমাদের ছয়জন বিশেষজ্ঞ নিহত হয়েছেন। রাশিয়া আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা অব্যাহত রেখেছে বলেও তিনি ওই পোস্টে অভিযোগ করেন।
এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রুশ বাহিনী ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে। বর্তমান বাখমুত শহরে রুশ বাহিনী ও ইউক্রেনের সেনাদের মধ্যে ব্যাপক লড়াই চলছে। সূত্র: প্রাভদা নিউজ

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর