ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। তারা বলছে, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল সীমান্তবর্তী এলাকায় ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।
এক বিবৃতিতে ইরান সমর্থিত গ্রুপটি বলছে, দক্ষিণ লেবাননের জিবকিন শহরের আকাশসীমায় প্রবেশ করেছিল ইসরায়েলি ড্রোন। তবে, এর বাইরে আর কোনো তথ্য জানায়নি হিজবুল্লাহ।
এদিকে, লেবানন ভূখণ্ডে একটি ড্রোন ভূপাতিত হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী বলছে, রুটিন কার্যকলাপের সময় লেবাননের ভূখণ্ডে একটি ড্রোন পড়েছে। তবে, এতে ড্রোনটির সংগ্রহ কর ডেটার কোনো ক্ষতি হয়নি।
লেবানন ও ইসরায়েল সীমান্তে উত্তেজনার মধ্যেই এই খবর এলো।
চলতি মাসের শুরুর দিকে ইসরায়েলের গণমাধ্যমগুলো জানিয়েছে, তাদের ভূখণ্ডে দুটি তাঁবু করেছে হিজবুল্লাহ। তবে, এ নিয়ে কোনো মন্তব্য করেনি ইরান সমর্থিত গোষ্ঠীটি।
২০০৬ সালে দীর্ঘ এক মাসব্যাপী ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত ছিল লেবাননের হিজবুল্লাহ।
বিডিপ্রতিদিন/কবিরুল