রাশিয়ার একটি ঘাঁটিতে সাম্প্রতিক হামলায় তাদের ২০০ সেনা এবং দখলকৃত শহর টোকমাকের কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন।
বৃহস্পতিবার ইউক্রেনের কর্মকর্তা ইভান ফেদোরভের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।
দখলকৃত দক্ষিণ ইউক্রেনীয় শহর মেলিটোপোলের মেয়র ইভান ফেদোরভ বলেন, আমাদের প্রতিরক্ষা সফলভাবে বাহিনী সফলভাবে টোকমাকে লড়াই ও প্রতিরোধ গড়ে তুলেছে।
রুশ দখলকৃত দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতে প্রতিনিয়ত অগ্রসর হচ্ছেন ইউক্রেনীয় যোদ্ধারা। পাল্টা আক্রমণ শুরুর পর ইউক্রেনের মাটিতে অনেক রুশ সেনা হতাহত হচ্ছে। বিষয়টি স্বীকার করলেও কতজনের প্রাণহানি হয়েছে এ নিয়ে মুখ খোলেনি মস্কো।
সূত্র : সিএনএন।
বিডি-প্রতিদিন/বাজিত