দক্ষিণ কোরিয়ায় বন্যায় অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাজারো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে স্থানীয় প্রশাসন।
মৌসুমী বৃষ্টির তৃতীয় দিনে দেশটিতে ভূমিধস দেখা দিয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। দেশজুড়ে বেশ অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার সকালে দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর চাংচেওং প্রদেশের বাঁধ প্লাবিত হয়েছে। উদ্ধার অভিযানে অংশ নিতে দেশটির সেনাবাহিনীকে আদেশ দিয়েছেন প্রধানমন্ত্রী হান ডাক-সো।কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় এখনো ১০ জন মানুষ নিখোঁজ রয়েছে। আহত হয়েছেন আরো অনেকে।
হাজার হাজার মানুষকে বন্যা কবলিত এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। শনিবার সকালে গোয়েসান বাঁধ তলিয়ে যাওয়ায় স্থানীয় প্রায় সাত হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার চাংচেওং এলাকায় ভূমিধসের কারণে একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে একজন প্রকৌশলী আহত হয়েছে। তবে যাত্রী না থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল