হঠাৎ হাসপাতালে ভর্তি হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিছুটা অসুস্থবোধ করলে শনিবার তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েল জুড়ে কয়েক মাস তার সরকারের বিরুদ্ধে বড় ধরনের আন্দোলন চলা অবস্থায় এমন খবর সামনে আসলো।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, পানিশূন্যতায় (ডিহাইড্রেশন) ভোগার কারণে নেতানিয়াহুর হয়েছে। তাকে শেবা মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যম জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, নেতানিয়াহু অজ্ঞান হয়ে পড়ে যান এবং মাথায় আঘাত পান। শনিবার রাত তিনি হাসপাতালেই থাকবেন।
চিকিৎসকদের বরাতে ইসরায়েলের সম্প্রচারমাধ্যম ‘চ্যানেল ১২’ জানিয়েছে, ৭৩ বছর বয়সী নেতানিয়াহু তেল হাশোমারের শেবা হাসপাতালে যান স্বাস্থ্য পরীক্ষা করাতে। হাসপাতালে প্রবেশের মাত্রই জরুরি কক্ষে ঢোকেন। এর আগে অসুস্থতা বোধ করার কথা জানিয়েছিলেন বলে প্রতিবেদনে জানা গেছে। এখন তিনি সুস্থ বলে দাবি করেছে তার কার্যালয়। এ বিষয়ে আর কোনো তথ্য দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গত বছরের অক্টোবরেও নেতানিয়াহু অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে ভর্তি হন।
বিডিপ্রতিদিন/কবিরুল