১৬ জুলাই, ২০২৩ ১৯:০৩

সিরিয়ায় রাশিয়ার বিরুদ্ধে ‘সামরিক ব্যবস্থার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র : এপি

অনলাইন ডেস্ক

সিরিয়ায় রাশিয়ার বিরুদ্ধে ‘সামরিক ব্যবস্থার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র : এপি

ফাইল ছবি

সিরিয়ার আকাশসীমায় রাশিয়ার উপস্থিতির বিরুদ্ধে ‘সামরিক ব্যবস্থা’ নেয়ার কথা বিবেচনা করছে আমেরিকা। 

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেছেন, “সিরিয়ার আকাশে রাশিয়ার ক্রমবর্ধমান আগ্রাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা ভাবছে মার্কিন যুক্তরাষ্ট্র।”

বার্তা সংস্থা এপিকে দেয়া সাক্ষাৎকারে পেন্টাগনের ওই কর্মকর্তা অবশ্য একথা খোলাসা করেননি যে, রাশিয়ার বিরুদ্ধে ঠিক কী ধরনের ব্যবস্থা নেয়া হতে পারে। তিনি বলেন, সিরিয়ার পশ্চিমাঞ্চলের আকাশে মার্কিন যুদ্ধবিমানের টহল অব্যাহত থাকবে।

এর আগে চলতি মাসের গোড়ার দিকে মার্কিন বিমান বাহিনীর সেন্ট্রাল কমান্ডার লে. জেনারেল অ্যালেক্স গ্রিনকেভিচ দাবি করেছিলেন, রুশ যুদ্ধবিমানগুলো সিরিয়ার আকাশে একটি মার্কিন এমকিউ-৯ গোয়েন্দা ড্রোনকে এক সপ্তাহে তিনবার হয়রানি করেছে। রাশিয়ার বিমান বাহিনী যখন সিরিয়ার বিমান বাহিনীর সঙ্গে যৌথ মহড়া চালাচ্ছিল তখনকার ঘটনা বর্ণনা করেন জেনারেল অ্যালেক্স। মস্কো উল্টো অভিযোগ করেছে, ওই মহড়ার জন্য নির্ধারিত আকাশসীমা লঙ্ঘন করে ড্রোন পাঠিয়েছিল আমেরিকা।

সূত্র : এপি ও তাস।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর